• রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
অস্থিতিশীল বাজার,লাগাম টানা না গেলে দায়ভার সরকারের অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের মাঝে চকরিয়া পৌরসভা জামায়াতের আর্থিক সহায়তা প্রদান দিনাজপুরে পুকুরে ডুবে ২ সন্তানসহ মায়ের মৃত্যু ‘আওয়ামী লীগের সামনে দুইটি পথ খোলা; পতন কিংবা পলায়ন’ এতিমখানায় পড়ার সময় প্রেম, যুবকের বাড়িতে কিশোরীর অনশন ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫০, বাংলাদেশি থাকার আশঙ্কা খুটাখালীতে আর কত প্রাণ ঝরলে,বনভূমি থেকে মুরগির খামার উচ্ছেদ হবে পেকুয়ায় ২৪ ঘন্টার মধ্যে হাজির থাকতে প্রেমিক জুটিকে আল্টিমেটাম মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ৬০ শিক্ষার্থীকে আটক

বিশ্বকাপের পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট এখনই শেষ!

বিবিসি একাত্তর ডেস্ক / ১৫৪ Time View
আপডেট : রবিবার, ১০ জুলাই, ২০২২

বিশ্বের সব ক্রিকেট দলের মাথাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা। সেই দিকে নজর রেখেই দল গোছানোর চেষ্টায় সব দল। ২২ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টিকিট বিক্রি। ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট প্রায় শেষ।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ ২৩ অক্টোবর। মেলবোর্নে হবে ওই ম্যাচ। অস্ট্রেলিয়ার ভ্রমণ বিভাগ জানিয়েছে যে, ওই ম্যাচের টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে। আইসিসি-র স্বীকৃত একটি ভ্রমণ সংস্থার কর্মকর্তা অ্যাশ চাওলা বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ৪০ শতাংশ ব্যবস্থাপনা কিনেছেন ভারতীয়রা, ২৭ শতাংশ উত্তর আমেরিকার, ১৮ শতাংশ অস্ট্রেলিয়ার এবং বাকি ১৫ শতাংশ বাকি বিশ্বের মানুষরা। ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে ৪৫ থেকে ৫০ হাজার দর্শক আসবে বলে মনে করা হচ্ছে। সাধারণ টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু ভিআইপি টিকিট বাকি রয়েছে।’

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার জন্য তা সম্ভব হয়নি। সেই কারণে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার ভ্রমণ বিভাগের কর্তা নিশান্ত কাশিকর বলেন, ‘বিশ্বকাপের সময় দীপাবলি রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনই দীপাবলি। এতে আরো বেশি মানুষ আসবে বলে মনে করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি