পেকুয়ায় জোরপূর্বক দোকানঘর দখল নিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। আহতরা হলেন পেকুয়া সদরের পূর্ব বাইম্যাখালী এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র আবদু সাত্তার (৬০) ও বারবাকিয়া সবজীবনপাড়ার মৃত মোহাম্মদ মিয়ার পুত্র আবদু রহিম (৫০)। ১১ জুলাই (সোমবার) বিকেল ৫ টার দিকে পেকুয়া ইউনিয়ন পরিষদের সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র আবদু সাত্তার ও তার ভাই আবু ছালেকের মধ্যে দোকান ঘর নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই সময়ে দোকানঘর জবর দখল ও তার ভাই আবদু সাত্তারকে দোকান ঘর থেকে উচ্ছেদ করার কুমানসে আবু ছালেকসহ ৭/৮ জনের দুবৃর্ত্ত দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। এমনকি তারা কিল, ঘুসি ও লাথি মেরে ২ জনকে গুরুতর জখম করে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভূক্তভোগী আবদু ছাত্তার জানান, ওরা এর আগেও কয়েকবার হামলা করেছে। আমরা কোর্টে মামলা করেছি। আবদু রাজ্জাক জানান, আমরা বাদী হয়ে চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে অপর মোকদ্দমা নং ২৪৪/২২ দায়ের করি। তারা বর্তমানে দোকান ঘর ছেড়ে দেয়ার জন্য নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে। আমার চাচা ৩ জন মিলে দোকানঘরটি ডেভলপার কোম্পানীকে দিতে চাচ্ছে। আহত আবদু রহিম সাংবাদিকদের জানান, ওরা দোকানঘরে ভাংচুর চালিয়ে আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র নষ্ট করে। ফলে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আসলে দোকানঘর বিষয় নিয়ে কোর্টে মামলা রয়েছে। শান্তি শৃংখলা ভঙ্গের আশংকা দেখে পুলিশ গিয়ে দোকানে তালাবদ্ধ করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।