চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী চাকার দোকান নামক স্থানে গাড়ি উল্টে আহত হয়েছেন দেশের আলোচিত বক্তা মাহবুবুল হক ওরফে নুরে বাংলা। এ ঘটনায় নুরে বাংলাসহ কক্সবাজারের জাফর আলম নামের আরো একজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ইমন চৌধুরী জানান, মাহবুবুল হক প্রকাশ নুরে বাংলা নিজেই ড্রাইভ করে একটি এক্স নোহা নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় গাড়িটি।
নুরে বাংলার উল্টে যাওয়া গাড়ীটি হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।