চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ধর্মীয় সামাজিক সংগঠন তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে গুণীজন সংবর্ধনা ও দস্তারে ফজিলত প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জুলাই) উপজেলার বেষ্ট গার্ডেন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংঘঠনের সভাপতি কাজী আখতার হোসেনের সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক আহমদুল হক ও আব্দুর রহিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ কওমি মাদ্রাসা জামেয়া ইসলামিয়া পটিয়ার নবনির্বাচিত মোহতামিম আল্লামা ওবায়দুল্লাহ হামযা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা লোকমান হাকিম, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মফিজুর রহমান, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা জিয়াউল হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ কাসেমী,মাওলানা মুফতি মনসুর, মাওলানা জামালুদ্দীন, মাওলানা তৈয়ব, মাওলানা জসিম,মাওলানা মুহাম্মদ নুর, মাওলানা মুফতি নুরুল আলম প্রমুখসহ উপজেলার সমস্ত উলামায়ে কেরাম এবং ফারেগীনরা উপস্থিত ছিলেন।