কক্সবাজারের পেকুয়ায় ওয়ারেন্টভূক্ত ১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ জুলাই (বুধবার) সন্ধ্যার দিকে পেকুয়া থানার এস,আই জসিম উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মৌলভীবাজারের টইটং বারবাকিয়া পারাপার সেতু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম আরমান উল্লাহ সোহেল (৩৫)। তিনি উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী সিকদারপাড়ার মৃত জাফর আহমদ সিকদারের পুত্র। পেকুয়া থানার এস,আই জসিম উদ্দিন ওয়ারেন্টভূক্ত আসামী আরমান উল্লাহ সোহেলকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ওই পুলিশ কর্মকর্তা জানান, সন্ধ্যার দিকে মৌলভীবাজারের ব্রীজ থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে জিআর ৮০৫/২১ মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। প্রাপ্ত সুত্র জানান, ২০২১ সালের ১৫ জুলাই পশ্চিম টইটংয়ে মারপিটের ঘটনা সংঘটিত হয়। এ সময় নাপিতখালীর পশ্চিমপাড়ার ছৈয়দ আহমদের পুত্র মো: কাইছারকে মাথায় কুপিয়ে জখম করা হয়েছে। ওই ঘটনায় পশ্চিম টইটং সিকদারপাড়ার মৃত মোস্তাক আহমদ চৌধুরীর পুত্র আহসান হাবিব বাদী হয়ে পেকুয়া থানায় মামলা রুজু করে। ওই মামলায় আরমান উল্লাহ সোহেলকে প্রধান আসামীসহ ৪ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত লোকজনকে আসামী করা হয়। ওই মামলায় ওই দিন পেকুয়া থানা পুলিশ আরমান উল্লাহ সোহেলকে গ্রেপ্তার করে।