চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন হয়েছে।এতে পূণরায় সভাপতি নির্বাচিত হলেন,আবুল কাশেম ও সাধারণ সম্পাদক-মোঃ ইছহাক।
শুক্রবার (১৫জুলাই) সকাল ১০টায় মালুমঘাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অফিসে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি ডুলাহাজারা ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মোঃ ইছহাক এর সঞ্চালনায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন,ডুলাহাজারা ইউনিয়ন আ’লীগের সভাপতি ডাঃ আজিজুল মান্নান,প্রধান বক্তার বক্তব্য রাখেন,আমিনুল এহেছান চৌধুরী সাইফুল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনছুর আলম,সাংগঠনিক সম্পাদক প্রবীণ সাংবাদিক রুস্তম গণি মাহমুদ,কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রফিক,ডুলাহাজারার প্যানেল চেয়ারম্যান শওকত আলী,মালুমঘাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মনজুর আলম,২নং ওয়ার্ড আ’লীগ নেতা বাহাদুর হক,৩নং ওয়ার্ড আ’লীগ নেতা ছৈয়দ আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ইউনিয়ন আ’আ’লীগের সভাপতি ডাঃ আজিজুল মান্নান বলেন,ডুলাহাজারা ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনকে সামনে রেখেই,আমরা প্রথমে ওয়ার্ড কাউন্সিল ও সম্মেলন প্রায় শেষ করতে সক্ষম হয়েছি।তবে অনুষ্ঠিতব্য সকল ওয়ার্ড কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী থাকায় আমরা নির্বাচন করেছি।নির্বাচনে ভোটে বিজয়ী প্রার্থীকে সভাপতি ও সম্পাদক ঘোষণা করা হয়েছিল।কিন্তু ৩নং ওয়ার্ড আ’লীগের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হলেও,নির্বাচন করার মত কোন প্রার্থী না থাকায় উপস্হিত সকলের মতামত ও সম্মতিক্রমে পুনরায় আবুল কাশেমকে সভাপতি ও মোঃ ইছহাককে সাধারণ সম্পাদক মৌখিক ও লিখিতভাবে ঘোষণা করা হয়েছে।