বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কে ঘোগা ব্রিজের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পুরুষ (৩৫) এবং অপরজন নারী (৪০) যাত্রী। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নওগাঁ ট্রাভেলসের আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন বাসযাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়েছে। নিহত দু’জনের লাশ বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।