ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আগামী২৭শে জুলাই অবশিষ্ট রানীশংকৈলের ৩টি ইউপি নির্বাচন অনুষ্ঠিতব্যের লক্ষে ১৫ই জুলাই সন্ধা সাড়ে ৭টায় ৮নং নন্দুয়ার ইউপির দলিয় নৌকার মনোনিত প্রার্থী আঃ বারী ভন্ডগ্রাম বাাজারে তার নির্বাচনী অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসান আলীর সভাপতিত্বে, বক্তব্য রাখেন ১নং ওর্য়াড সাবেক মেম্বার নরেন্দ্র নাথ,সাহাবুদ্দীন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ রিপন,ওর্য়াড আঃলীগ সভাপতি আঃ রশীদ মাষ্টার, ইউনিয়ন আঃলীগ ইকরামুল হক,প্রেস ক্লাব
সভাপতি ফারুক আহম্মেদ সরকার সহ স্হানীয় দলিয় ও সর্বদলীয় ভোটার গন।
উল্ল্যেখ্য যে,আঃলীগ দলিয় নৌকার প্রার্থী জনগনের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন শেষবারের মত। তিনি বলেন আমি পর পর ২বার নৌকা প্রতিক নিয়ে অল্প ভোটের ব্যবধানে হেরে গেছি তবে এবার আমাকে প্রধান মন্ত্রী পুনরায় নৌকা প্রতিক দিয়েছেন।
আপনারা আমাকে আগামী ২৭শে জুলাই/২২ইং তারিখে আপনাদের স্ব স্ব মুল্যবান ভোট প্রদান করবেন শেষবারের মত নয়তো আপনারা ঐ দিন আমাকে মাটি দিতে যাবেন।
আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি,দয়াকরে আপনারা দলমত নির্বিশেষে সকলেই একটি করে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশাই করছি।আমি আপনাদের সেবা করার জন্য সর্বদা যেকোন বিপদ আপদ, জন্ম নিবন্ধনের যাবতীয় সমস্যাবলী থেকে অবহেলিত এলাকার উন্নয়ন করার কাজে পাশে থাকবো ইনশাল্লাহ।