সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলমের আদালত আদেশ দেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দায়ের করা একটি মামলায় ফজলুর রহমানের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বিএসটিআইয়ের পিপি অ্যাডভোকেট আশরাফ খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৯ সালে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল জব্দ করেছিল বিএসটিআই। সেগুলো পরীক্ষা করা দেখা যায়, সরকার নির্ধারিত মাত্রার চেয়ে তীর ভোজ্যতেলে ভিটামিন এ-এর মাত্রা কম। পরে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে বিএসটিআই। এই মামলায় বৃহস্পতিবার আদালত প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সূত্র : ইউএনবি