• সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
চকরিয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননা,টেন্ডারে অনিয়ম,দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যুসহ ব্যাপক দূর্নীতির অভিযোগ তুলে তার বদলির দাবিতে সংবাদ সম্মেলন চকরিয়া হস্তশিল্প নারী উদ্যোক্তারা আঞ্চলিক গন্ডি পেরিয়ে একদিন সারাদেশে সমাদৃত হবে পেকুয়ায় খাস জমি থেকে বড় ভাইকে উচ্ছেদ পাঁয়তারার অভিযোগ পেকুয়ায় ভাবিকে পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার ঠাকুরগাঁও-এ রাম মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত বনভূমিতে পাঁকা ঘর হলো পাঁচটিঃ মামলা হল একটি; বাকী চারটি অদৃশ্য ফ্রিতে ভারতে ট্রেন দুর্ঘটনা নিয়ে যা জানালেন বেঁচে যাওয়া ঝিনাইদহের যাত্রী আক্তারুজ্জামান পেকুয়ায় আগুন দিয়ে পোড়াল ফার্মেসী শিক্ষা উপকরণের দাম বাড়ায় শিক্ষার্থী ঝরে পড়ার শঙ্কা আটলান্টিক পেরিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না : প্রধানমন্ত্রী

পেকুয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতার কটুক্তির প্রতিবাদে মিছিল

পেকুয়া প্রতিনিধি / ১৮৭ Time View
আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

কক্সবাজারের পেকুয়ায় প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল আ’লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতার কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই (সোমবার) বিকেলে আ’লীগ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে। পেকুয়া চৌমুহনী কলেজ গেইট থেকে মিছিল বের করা হয়েছে। এ সময় সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে মিছিলকারীরা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সড়কে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোছাইনের ছবি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় বক্তারা ক্ষোভ জানিয়ে বক্তব্য দিতে গিয়ে বলেন, মহিলাদলের সমাবেশে মগনামায় প্রধানমন্ত্রীকে নিয়ে যে কটুক্তি করা হয়েছে তা ক্ষমার অযোগ্য। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেন প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে কুলাঙ্গার বলেছে। একজন সফল প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের কটুক্তি আমরা আ’লীগের নেতা-কর্মীরা মেনে নিতে পারিনা। এ গর্হিত অপরাধের জন্য বিএনপি নেতা ইকবালকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমরা প্রশাসনকে বলছি আপনারা এ অপরাধীকে গ্রেপ্তার করুন। না হয় পরবর্তী পরিস্থিতির জন্য আ’লীগ দায়ী থাকিবে না। সদর আ’লীগের সভাপতি এম,আজম খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস, এম শাহাদাত হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ বিএ, সাধারন সম্পাদক আবুল কাশেম, শ্রমিকলীগ সভাপতি এএইচ এম নুরুল আবছার, যুবলীগ সাধারন সম্পাদক মোহাম্মদ বারেক, তাঁতীলীগ সভাপতি এটিএম জায়েদ মোর্শেদ, কৃষকলীগ নেতা শহিদুল ইসলাম শাহেদ, ছাত্রলীগ সাধারন সম্পাদক এহেতাশামুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উজেলা আ’লীগের সহসভাপতি বশির আলম, আবুল শামা শামীম, সাইফুদ্দিন খালেদ, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, এম, ওসমান গণি, দপ্তর সম্পাদক খানে আলম, কৃষকলীগের সাধারন সম্পাদক আমিরুল খোরশেদ চৌধুরী, ¤্রমিকলীগের সম্পাদক বেলাল উদ্দিন টুপি, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ, ওয়ার্ড আ’লীগ নেতা নুরুল কাইয়ুম, নাছির উদ্দিন, আবদুল কাদের, দিদারুল ইসলাম, নুরুল আজিম সওদাগর, শহিদুল ইসলাম, নাছির উদ্দিন মাঝি, মোহাম্মদ কালু মাঝিসহ উপজেলা আ’লীগ, সদর আ’লীগ, বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেনের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পেকুয়ায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিএনপির সহযোগী সংগঠন মহিলাদলের সমাবেশ থেকে কটুক্তি করা হয়েছে। এর প্রতিবাদ ও নিন্দায় পেকুয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রে তোলপাড় সৃষ্টি হয়েছে। সদর ইউনিয়ন আ’লীগ তাৎক্ষণিক উক্ত ঘটনার প্রতিবাদ জানাতে সড়কে নেমে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি