বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৮ই জুলাই সোমবার হরিপুর মহিলা কলেজে উপজেলা আ”লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা চেয়ারম্যান মু: সাদেক কুরাইশি,প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য এমপি রমেশ চন্দ্র সেন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন শফিক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁ দুই আসনের এমপি দবিরুল ইসলাম ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, অ্যাডভোকেট হুসনে-আরা বেগম লুৎফা ডালিয়া,এছাড়াও জেলা আ”লীগ সহ সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা,সম্পাদক দিপক কুমার রায়, ঠাকুরগাঁও সদর উপজেলা আ”লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটু। এছাড়াও জেলা,উপজেলা আ”লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা সহ ডেলিকেট/কাউন্সিলরবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন৷ হরিপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে জিয়াউল হাসান মুকুল ও সাধারণ সম্পাদক পদে এস এম আলমগীর নির্বিচিত করা হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন হরিপুর উপজেলা আ”লীগ সম্পাদক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও রিপন৷