কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের সাড়াঁশি অভিযানে ২৬ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত (১৯ জুলাই) উপজেলার বিভিন্ন স্হান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-সাদ্দাম হোসেন, শহিদুল ইসলাম, হোসাইন মোহাম্মদ ওসাইন, মেজবাহ উদ্দিন, নাছির উদ্দিন
মো.নুর মোহাম্মদ, আবু বক্কর সিদ্দিক, খোরশেদ আলম, জেবু নেছা, মো.সাইফুল ইসলাম, মেজবাহ উদ্দিন, নাছির উদ্দিন, নুরুল কবির, কায়সার হামিদ, রেজাউল করিম, ওমর ফারুক, মো.আবছার উদ্দিন, মো.কাশেম, তানভীর, আবু শুক্কুর মাঝি, আনছার উদ্দিন,শাহজাহান ও আবু।
থানা সূত্রে জানা গেছে,চকরিয়া-পেকুয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি)তফিকুল আলম,চকরিয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী ও ওসি তদন্ত মোঃ জুয়েল ইসলাম এর নির্দেশক্রমে থানা পুলিশের কয়েক টিম উপজেলার বিভিন্ন স্হানে সাড়াঁশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত ২৬জন আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,থানার পুলিশের কয়েকটি টিম সোমবার দিবাগত রাত মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ২৬জন আসামী গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত আসামীদেরকে দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ্দ করে,জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।