• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

পেকুয়ায় হামলায় তিন জনকে কুপিয়ে জখম!

পেকুয়া প্রতিনিধি / ১৯৬ Time View
আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

কক্সবাজারের পেকুয়ার পূর্ব শত্রæতার জের ধরে বৃদ্ধসহ তিন জনকে কুপিয়ে জখম করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে উপজেলা বারবাকিয়া ইউপির কুতুব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মৃত নাছিম উদ্দিনের পুত্র আবু হানিফ (৩০),বড় ভাই তমিজ উদ্দিন (৬৫), তমিজ উদ্দিনের পুত্র আজিম উদ্দিন (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে তমিজ উদ্দিন ও তার পুত্র আজিম উদ্দিনকে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। তমিজ উদ্দিনের মুখমন্ডল থেকে ৫ টি দাঁত বিচ্ছিন্ন করা হয়েছে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রæতার জের ধরে ঘটনার দিন সকালে কুতুবপাড়ায় তমিজ উদ্দিন গং ও প্রতিবেশী ছৈয়দ আহমদের পুত্র নুর মনোয়ার গংদের মধ্যে বাকবিতন্ডাসহ হাতাহাতি হয়েছে। এর জের ধরে নুর মনোয়ার, ছৈয়দ আহমদের পুত্র মাহাবুবুল করিম, মৃত ওবাইদুল হকের পুত্র ওসমান গণিসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা লাঠিসোটা নিয়ে ও ধারালো দা, কিরিচ নিয়ে হামলা চালায়। এ সময় তমিজ উদ্দিন, আবু হানিফ ও আজিম উদ্দিনসহ ৩ জনকে জখম করা হয়েছে। স্থানীয়রা জানান, বিগত ১ বছর আগে তমিজ উদ্দিন গং ও নুর মনোয়ার গংদের মধ্যে মারপিট হয়েছিল। নারী সংক্রান্ত বিরোধের জের ধরে নুর মনোয়ার গং তমিজ উদ্দিন গংদের উপর হামলা চালায়। ওই ঘটনায় মামলা বিচারাধীন। চলতি মাসের ২০ জুলাই ওই মামলার শুনানী দিন ধার্য্য রয়েছে। মামলার বাদী তমিজ উদ্দিনের পুত্র নাজিম উদ্দিন জানান, মামলার শুনানীর ১ দিন আগে এ হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। পরিকল্পিতভাবে বাদীপক্ষের উপর আসামীপক্ষের এ হামলা। আমার পিতাকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। হামলাকারীদের হাতে দা, কিরিচ ছিল। এর কিছু দৃশ্য মুঠোফোনে ধারণ করাও হয়েছে। আমার পিতার মুখমন্ডল থেকে ৫ টি দাঁত উপড়ে ফেলানো হয়েছে। লাঠির আঘাতে তার মুখের মূল্যবান ৫ টি দাঁত ফেলে দিয়েছে। কলিম উল্লাহ জানান, আমরা আহতদের উদ্ধার করেছি। তমিজ উদ্দিনের স্ত্রী জাহান আরা বেগম জানান, অতর্কিতভাবে এসে আমার স্বামী ও দেবর, পুত্রসহ ৩ জনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আমরা আরো হামলা হতে পারে এমন ভয়ের মধ্যে আছি।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ আলী জানান, এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি