• রবিবার, ০৪ জুন ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পেকুয়ায় চোরাই মালামালসহ পিকআপ জব্দ চিংড়ি ঘের নিয়ে উত্তেজনা: পেকুয়ায় কোর্টে গেলেন সাবেক স্বারাষ্ট্রমন্ত্রীর চাষা অস্থিতিশীল বাজার,লাগাম টানা না গেলে দায়ভার সরকারের অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের মাঝে চকরিয়া পৌরসভা জামায়াতের আর্থিক সহায়তা প্রদান দিনাজপুরে পুকুরে ডুবে ২ সন্তানসহ মায়ের মৃত্যু ‘আওয়ামী লীগের সামনে দুইটি পথ খোলা; পতন কিংবা পলায়ন’ এতিমখানায় পড়ার সময় প্রেম, যুবকের বাড়িতে কিশোরীর অনশন ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫০, বাংলাদেশি থাকার আশঙ্কা খুটাখালীতে আর কত প্রাণ ঝরলে,বনভূমি থেকে মুরগির খামার উচ্ছেদ হবে পেকুয়ায় ২৪ ঘন্টার মধ্যে হাজির থাকতে প্রেমিক জুটিকে আল্টিমেটাম

আবারো সিরিয়ায় অভিযানের হুঁশিয়ারি এরদোগানের

বিবিসি একাত্তর ডেস্ক / ১১৭ Time View
আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২

রুশ ও ইরানি প্রেসিডেন্টদের সাথে আলোচনার পরও নতুন করে সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। মঙ্গলবার ইরানি রাজধানী তেহরানে ভ্লাদিমির পুতিন, ইব্রাহিম রাইসির সাথে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে সিরিয়া ও অন্যান্য ইস্যুতে মতপার্থক্য নিরসনের জন্য বসেছিলেন এরদোগান।

এরদোগান সাম্প্রতিক সময়ে বলে আসছিলেন যে উত্তর সিরিয়ার তাল রিফাত ও মানবিজ নগরীতে সামরিক হামলা চালানো হবে। তুরস্ক মনে করে, ওই নগরী দুটিতে সিরিয়ান কুর্দি সন্ত্রাসীরা অবস্থান করছে। তবে এই অভিযানের বিরোধিতা করছে ইরান, রাশিয়া।

এরদোগান মঙ্গলবার আবারো ৩০ কিলোমিটারের তথাকথিত ‘নিরাপদ জোন’ প্রতিষ্ঠার তুর্কি পরিকল্পনার কথা বলেন।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ ধরনের অভিযান চালানোর বিরুদ্ধে তুরস্ককে হুঁশিয়ার করে দেন। নতুন তুর্কি অভিযানের ব্যাপারে ইতোপূর্বে ক্রেমলিনও আপত্তি উত্থাপন করেছিল।

তবে পুতিন ও রাইসি উভয়েই সহিংসতা হ্রাস ও কূটনৈতিকভাবে সিরিয়া সমস্যার সমাধানের জন্য ‘আস্তানা ফরম্যাটের’ প্রতি সমর্থন দিয়েছেন।

সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট রাইসি বলেন, আমরা চাই যে সিরিয়া সরকার তার দেশের সকল এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুক। ফোরাতের পূর্ব প্রান্তে আমেরিকানদের উপস্থিতির কোনোই যৌক্তিকতা নেই। তাদের অবশ্যই ওই এলাকা থেকে সরে যেতে হবে।

তিন নেতার সবাই একমত হন যে সংলাপের মাধ্যমে সিরিয়া সমস্যার সমাধান হওয়া উচিত। তারা তুরস্কে অভিবাসন করা সিরিয়ান নাগরিকদের ফিরিয়ে নিতে সহায়তা করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনের পর এক যৌথ ইস্তেহারে সিরিয়া সমস্যা সমাধানের ব্যাপারে একযোগে কাজ করতে তিন নেতা একমত হন। তারা সন্ত্রাস দমনের অজুহাতে নতুন বাস্তবতা সৃষ্টির সকল চেষ্টা প্রত্যাখ্যান করেন।

তিন প্রেসিডেন্ট ইসরাইলি সামরিক হামলারও নিন্দা করেন। তারা মনে করেন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

তারা চলতি বছর শেষ হওয়ার আগেই রাশিয়ায় আস্তানা ফরম্যাটের দ্বিতীয় বৈঠক হবে বলে ঘোষণা করেন।

সূত্র : আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি