মিশরের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৩ জন।
মঙ্গলবার একটি বাস পার্কে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ফ্রান্সভিত্তিক সংবাদ মাধ্যম (এএফপি)-এর খবর সূত্রে বাসস জানায়, রাজধানী কায়রো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে আল-মিনিয়া গভর্নরেটের আল-বারশা গ্রামের কাছে প্রায় ৪৫ জন যাত্রী বহনকারী বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়।
তারা জানায়, ট্রাকটি টায়ার পরিবর্তন করার জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়েছিল। সোহাগ এলাকা থেকে কায়রোগামী বাসটি পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২০ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছে।
সূত্র : বাসস