সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় ও জেলা কমিটির চুড়ান্ত সিদ্ধান্ত মতে রাণীশংকৈল উপজেলা কৃষক লীগের সভাপতি বাবর আলী ও
সাধারণ সম্পাদক দিগেন্দ্র নাথ রায়।
গত ১৯ জুলাই ঠাকুরগাঁও জেলা কমিটির আহবায়ক পবারুল ইসলাম ও ফরহাদ আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি পবারুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টমূল্য রায়, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রতিটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
পবারুল ইসলাম বলেন, এর আগে বিভিন্ন কমিটি গঠন করা হলেও তা জেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত না থাকার সত্তে আগের যে কমিটি সে কমিটি গুলো বিলুপ্ত করা হয়। তিনি আরও বলেন, এ কমিটি তিন বছরের জন্য ঘোষণা করা হল। তিনি এ ঘোষণা রাণীশংকৈল আওয়ামী লীগ কার্যালয়ে ২০জুলাই দুপুরে প্রতিটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে ঘোষণা দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক দিগেন্দ্র নাথ রায়।
পরিশেষে নতুন কমিটি সকলকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং আওয়ামী লীগ সভাপতি সইদুল হক ও সম্পাদক তাজউদ্দি আহম্মেদ, সাবেক সংসদ সদস্য ও জেলা আঃলীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।