কক্সবাজারের চকরিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন’র এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন।তিনি পরপর তিনবার সভাপতি নির্বাচিত হলেন।
গত ১৯ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক প্রাজ্ঞাপনে ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলামকে সদস্য সচিব করা হয়।এতে অভিভাবক সদস্য খোরশেদ আলম চৌধুরী মিন্টু ও শিক্ষক প্রতিনিধি মৌ. নাছির উদ্দীন মুনিরী।
এডহক কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন জানান,আমি এবার সহ তৃতীয় বারের মত সভাপতি হিসেবে দায়িত্ব পেলাম।তবে আমার বা আমাদের দায়িত্ব হল,স্কুলের সুনাম অক্ষুন্ন রাখতে ছয়মাসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি করে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জমা দেওয়া।