চকরিয়ায় মহাসড়ক পারাপারে একটি প্রাইভেট কারগাড়ীর ধাক্কায় মৌলানা জিয়াউর রহমান (৩৮) প্রকাশ জিয়া হুজুরের মৃত্যূ হয়।
বৃহস্পতিবার (২১জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্হ হারবাং নতুন বাজার ষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত-মৌলানা জিয়াউর রহমান জিয়া(৩৮) উপজেলার হারবাং ইউপির ৮নং ওয়ার্ডের বক্তাতলী এলাকার অলি আহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,জিয়া হুজুর মহাসড়ক পারাপার করার সময় হঠাৎ কক্সবাজারমূখি একটি প্রাইভেট কার হুজুরকে ধাক্কা দিলে,তিনি সড়কের কিনারায় ছিটকে পড়ে।এমতাবস্থায় হুজুরকে উদ্ধার করে,দ্রুত উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হুজুরের অবস্হা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য চমক হাসপাতালে রেফার করেন।তখন হুজুরকে নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্য রওনা হলে,পথের মধ্যে তিনি মারা যান।
চিরিংগা হাইওয়ে থানার ইনর্চাজ(ইন্সপেক্টর) মুর্শেদুল আলম বলেন,র্দূঘটনা কবলিত কারটি জব্দ করা হয়েছে।এবিষয়ে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।