মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না- এ স্লোগানের আলোকে সারাদেশের ন্যায় চকরিয়া উপজেলায় আরো ৪০ পরিবারকে ঘর, ঘরের চাবি,জমির দলিল ও সৃজিত খতিয়ান হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(২১জুলাই) উপজেলা মোহনা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ৪০পরিবারের মাঝে ঘর,দলিল ও খতিয়ান হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে,সহকারী কমিশনার (ভুমি) রাহাত-উজ-জামানের সঞ্চালনায়,প্রধান অতিথির বক্তব্যে রাখেন,চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম(বি.এ.অনার্স.এম)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, এসিল্যান্ড রাহাত উজ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শোভন দত্ত,সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম সহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠানে ইউএনও মহোদয় বলেন ,ইতোপূর্বে দুইটি পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৪৩০ টি ও তৃতীয় পর্যায়ের ২১০ টি সহ মোট ৬৪০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছিল।পর্যায়ক্রমে যাচাই-বাচাই করে চকরিয়া উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বরাদ্দ দেওয়া হবে।
৪০ পরিবারের মাঝে পূর্ব-বড়ভেওলা ও ডুলাহাজারা নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো তুলে দিয়ে আজ পর্যন্ত সর্বমোট ৬৮০ টি ঘর হস্তান্তর করা হয়েছে।তৎমধ্যে ডুলাহাজারার আলোচিত মালুমঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত ৮ পরিবারে মাঝে মুজিববর্ষ ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।