প্রেস বিজ্ঞপ্তি
পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজাখালী ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন গুণী শিক্ষক মাষ্টার জাহেদ উল্লাহ। এর আগে তিনি একই প্রতিষ্টানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই পদে তিনি ওই প্রতিষ্টানে স্বপদে বহাল রয়েছেন। সহকারী প্রধান শিক্ষক থেকে তাকে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। মাষ্টার জাহেদ উল্লাহ একজন মেধাবী ও গুণীজন শিক্ষক। এর আগে তিনি শিলখালী উচ্চ বিদ্যালয়ে সুনামের সহিত শিক্ষকতা করেন। তিনি শিক্ষা বিস্তারসহ সামাজিক ও উন্নয়নমুলক কর্মকান্ডে জড়িত রয়েছে। তিনি সামাজিক প্রতিষ্টান আলোকিত টইটংয়ের উপদেষ্টা, পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি। এ ছাড়াও স্বাধীনতা শিক্ষক পরিষদ পেকুয়া উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। টইটং বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হিসেবেও তাকে দায়িত্ব দেয়া হয়েছে। রাজাখালী বকশিয়াঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এস,এম,সি কমিটিতে তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম অবসরে গিয়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে প্রধান হিসেবে মাষ্টার জাহেদ উল্লাহকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। তার এ সব অবদানের জন্য তাকে পেকুয়া উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এ গুণী শিক্ষকের উত্তরোত্তর সমৃদ্ধি ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা হচ্ছে।