শেষ মুহূর্তের নাটকীয়তায় হামজা শাহবাজই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে টিকে গেলেন। ক্ষমতা পুনরুদ্ধার করার ইমরান খানের দল পিটিআইয়ের প্রয়াস ব্যর্থ হয়ে গেছে। পিটিআইয়ের নির্বাচনী মিত্র পিএমএল-কিউ সরে গিয়ে পিএমএল-এনকে সমর্থন দিলে সব হিসাব পাল্টে যায়।
বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ও পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি পিটিআইয়ের মিত্র পিএমএল-কিউয়ের চেয়ারপারসন চৌধুরী শুজাত হোসানের সাথে দুবার বৈঠক করেছিলেন। সেটাই সব হিসাব পাল্টে দিয়েছিল। আজ ভোটভুটি শুরুর আগে শুজাত জানিয়ে দেন, তারা পিটিআইয়ের প্রার্থীকে সমর্থন করবেন না।
(বিস্তারিত আসছে)