সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণের মাধ্যমে শেষ হল চকরিয়া উপজেলার ডুলাহাজারার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।
শুক্রবার(২২জুলাই) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সময়ের ভিতরে ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
সম্মেলন ও কাউন্সিলে ভোটারদের ভোট প্রদানের মাধ্যমে আবুল কালাম সভাপতি ও গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২জন আর সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন।
অনুষ্ঠানটি ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আজিজুল মান্নানের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক আমিনুল এহেছান চৌধুরী সাইফুলের সঞ্চালনায়,প্রধান অতিথির বক্তব্যে রাখেন,চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম(বি.এ,অনার্স.এম.এ)।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি-মোকতার আহমদ চৌধুরী,ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি-আবু ছালাম(এমইউপি),যুগ্ম-সাধারণ সম্পাদক-মনছুর আলম,সাংগঠনিক সম্পাদক-সাংবাদিক রুস্তম গণি মাহমুদ,কৃষি বিষয়ক সম্পাদক-রফিক উদ্দিন, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, তরুণ আ’লীগ নেতা-নাছির উদ্দিন,কলিম উল্লাহ কলি,আ’লীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-আমির উদ্দিন বুলবুল,ইউনিয়ন যুবলীগের আহবায়ক-তৌহিদুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এহেছানুল হক সহ ইউনিয়ন আ’লীগের দায়িত্বরত ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগাত নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।