নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ,এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৩শে জুলাই শনিবার সকাল ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা মৎস্য অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে মৎস্য অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ। এ সময় মৎস্য অফিসার লিখিত বক্তব্য প্রদান করেন ও জাতীয় মৎস্য সপ্তাহ পালনের প্রগ্রাম সাংবাদিকদের হাতে তুলে দেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারি উপজেলা মৎস্য অফিসার আব্দুল জলিল৷ পরিষেশে ২৩জুলাই ২০২২ইং থেকে ২৯জুলাই ২০২২ইং পর্যন্ত মৎস্য সপ্তাহ পালনের ঘোষণা করা হয়।