পেকুয়ায় এক মহিলাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জখমী মহিলার নাম সবিতা রানী দেবী (৪৫)। তিনি বারবাকিয়া ভারুয়াখালী নাথপাড়ার অঞ্জন চৌধুরীর স্ত্রী বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযোগ ও তথ্য সুত্রে জানা যায়, ওই এলাকার সুধন্য নাথের পুত্র রতন কান্তি নাথ গং বাদীর পৈত্রিকভাবে প্রাপ্ত বসতভিটার জবর দখলের জন্য পাঁয়তারা করে আসতেছে। এ ব্যাপারে কয়েকবার স্থানীয়ভাবে শালিস বিচার হয়। কিন্তু আইন কানুন কিছুই মানতে চাই না রতন কান্তি নাথ গং। এ দিকে ওই বসতভিটা জবর দখলের জের ধরে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে সুধন্য নাথের পুত্র রতন কান্তি নাথ, মৃত মহৎ চন্দ্র নাথের পুত্র খোকন কান্তি নাথসহ ৪/৫ জনের দুবৃর্ত্ত লাঠি সোটা, হাতুড়ি, লোহার রড নিয়ে বাদীর সবিতা রাণী দেবীর বসতঘরে অনধিকার প্রবেশ করে। এমনকি তাকে একা পেয়ে টানা হ্যাঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে। হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি সর্বশরীরে মারধর করে জখম করে। এ সময়দুবৃর্ত্তরা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও তার কোমরে থাকা ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে ভূক্তভোগী ও মারধরের শিকার সবিতা রাণী দেবী জানান, তারা আমার বসতভিটা
জবর দখলের উদ্দেশ্যে আমার বসতঘরে জোরপূর্বক ডুকে আমাকে ৫ বার আক্রমণ করে। এমনকি আমার বসতবাড়ি ভাংচুর করে। তিনি আরো জানান, আমার পৈত্রিকভাবে প্রাপ্ত ওই
বসতঘরসহ ভিটা জবর দখলের উদ্দেশ্যে বিগত ২০১৬ সাল থেকে তারা আমার সাথে শত্রæতা করে
আসছে। এ ব্যাপারে আমি প্রতিকার চেয়ে বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, চকরিয়ায় নালিশি অভিযোগ রুজু করা হয়েছে। উক্ত অভিযোগ পেকুয়া থানার এ,এস,আই আরফাতের নিকট তদন্তাধীন রয়েছে। পেকুয়া থানার এ,এস,আই আরফাত জানান, কোর্টে মামলা করা হয়েছে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।