জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশব্য৷পি সহ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৪শে জুলাই রবিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা মৎস্য অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ইং পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়, রেলী শেষে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথীর বক্তব্য দেন,আ” লীগ সভাপতি সইদুল হক,মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন এজেড সুলতান, এছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবিকরা সহ মৎস্য সুবিধাভোগীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার সুলোক বাবু৷আলোচনা শেষে মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, মৎস্যজীবীদের মাঝে মৎস্যখাদ্য ও মাছ ধরার জাল দেওয়া হয়। পরে উপজেলা
পরিষদ পুকুরে অতিথিরা মাছের পোনা অবমুক্ত করেন।