চকরিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ এম এ গণি এম (৯০) ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা গ্রামের বাসিন্দা এম এ গণি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে নাফিস গণি বিপু জানান, আগামীকাল বুধবার (২৭জুলাই) সকাল দশটায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
এম এ গনি সাহেব পাকিস্তান আমলে তৎকালীন করাচি ইউনিভার্সিটি হতে ইকোনমিক্স এ মাস্টার্স পাশ করেন। ১৯৬২ সালে সেন্ট্রাল superior সার্ভিস অফ পাকিস্তান অর্থাৎ তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের প্রধান সচিবালয়ে প্রথম শ্রেণীর অফিসার হিসেবে তেল ও খনিজ মন্ত্রণালয়ে যোগদান করেন এবং পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) এর দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে বাংলাদেশ সচিবালয়ে যোগদান করেন। এমন জ্ঞানী মানুষটা পরবর্তীতে স্বেচ্ছায় অবসর নিয়ে নিজ এলাকায় মসজিদ-মাদ্রাসা কবরস্থান ও বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজ নিজেকে নিয়োজিত করে ছিলেন।
বিস্তারিত আসছে–