ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৩টি ইউনিয়নে আজ উৎসবমুখর পরিবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
আজ বুধবার (২৭ জুলাই) ঠাকুরগাঁওয়ের তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এ দফায় জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন, আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদদ্বিতা করছেন।
তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৫৩৮ জন ও নারী ভোটার ২৯ হাজার ৬১০ জন।
এ তিনটি ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার সবকটি ইউনিয়নের মধ্যে বাকি ছিল এ তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন।
সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা যায়। তবে বেলা গড়ার সাথে সাথে মহিলা ভোটাদের উপস্থিতি চোখে পড়ার মত লক্ষ করা যায়।
তবে নির্বাচনের ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা বলেন, যেহেতু এবারেই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে, তাই লাইনে ভোটার থাকা সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।