চকরিয়া উপজেলার বদরখালী ৯নং ওয়ার্ড আমিরখালী পাড়ার তরুণ উদ্যোক্তা মিজানের মৎস্য প্রকল্পে ফসফরাস ট্যাবলেট জাতীয় বিষ প্রয়োগ করে প্রায় ৪০ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা।
২৭ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমিরখালী পাড়াস্থ আগারখাল মৎস্য প্রকল্পে ঘটেছে এ ঘটনা।
এ ঘটনায় মৎস্য প্রকল্পের মালিক মিজানুর রহমান বাদী হয়ে দূর্বৃত্তদের নামে একটি লিখিত এজাহার দায়ের করেন।
মৎস্য প্রকল্পের মালিক মাতারবাড়ী পাড়ার আবুল কালামের পূত্র মিজানুর রহমান ও মরহুম মাষ্টার গোলাম মাবুদের পূত্র হারুনুর রশিদ।
তরুণ উদ্যোক্তা মিজানুর রহমান বলেন, তার শ্বশুর হারুনর রশিদের সাথে যৌথ শেয়ারে ২৫০ শতক জায়গায় কার্প জাতীয় মাছের চাষ করা হয়। উক্ত মৎস্য প্রকল্পে এবছর বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে কার্প জাতীয় মাছের পোনা ৩৫ মন, তেলাপিয়া মাছের পোনা ৩ লক্ষ, ১৫ হাজার পাঙ্গাসের পোনা, গলদা চিংড়ির পোনা ২০ হাজার ও ৫০ হাজার বাগদা চিংড়ির পোনা ফেলা হয়েছিল যা প্রায় বিক্রি উপযোগী হয়ে উঠার আগেই দূর্বৃত্তরা বিষ প্রয়োগে হত্যা করেছে বলে জানান ঘের মালিক হারুনর রশিদ। এতে অন্তত ৪০ লক্ষ টাকার মত ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান।
ধারদেনা করে অর্জিত সব টাকার মাছ দূর্বৃত্তরা বিষ প্রয়োগে মেরে ফেলে তাদেরকে পথে বসিয়েছে বলে অভিযোগ করেন অপর মৎস্য চাষি হারুনর রশিদ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বদরখালীতে মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ##