চকরিয়া উপজেলা সহ ইউনিয়নের নেতাকর্মী, ওয়ার্ডের ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণের মাধ্যমে শেষ হল উপজেলার ডুলাহাজারার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। এছাড়া উক্ত কাউন্সিলের মধ্যে দিয়েই ওয়ার্ড পর্যায়ের সম্মেলন ও কাউন্সিলের সমাপ্ত ঘটল ডুলাহাজারায়। এখন অপেক্ষা কেবল ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিলের।
বৃহস্পতিবার (২৮জুলাই) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সময়ের ভিতরে ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
সম্মেলন ও কাউন্সিলে ভোটারদের ভোট প্রদানের মাধ্যমে সাবেক এমইউপি মোঃসোলাইমান সভাপতি ও বিজয় নিশান দেব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩জন আর সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন।
অনুষ্ঠানটি ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আজিজুল মান্নানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আমিনুল এহেছান চৌধুরী সাইফুলের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্যে রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম (বি.এ,অনার্স.এম.এ)।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক-গিয়াস উদ্দিন চৌধুরী,যুগ্ম-সাধারণ জামাল উদ্দিন জয়নাল, সাংগঠনিক সম্পাদক-সাংবাদিক মিজবাউল হক,প্রচার সম্পাদক-আবু মুছা, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি-আবু ছালাম(এমইউপি), যুগ্ম-সাধারণ সম্পাদক-মনছুর আলম,কৃষি বিষয়ক সম্পাদক-রফিক উদ্দিন,ধর্ম সম্পাদক-মৌলানা মাহবুবুল আলম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর,তরুণ আ’লীগ নেতা-জমির হোসেন,নাছির উদ্দিন,কলিম উল্লাহ কলি,আ’লীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-আমির উদ্দিন বুলবুল,ইউনিয়ন যুবলীগের আহবায়ক-তৌহিদুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এহেছানুল হক সহ ইউনিয়নের প্রত্যক ওয়ার্ড থেকে আগাত নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।