ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার ২৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির আয়োজনে সবা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কালিগঞ্জের জায়েদা নগরে কয়েক শতাধিক ভূমিহীন নর-নারীর উপস্থিতিতে ভূমিহীন নেত্রী জায়েদা নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আলহাজ্ব ওহাব আলী সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং বাবুর আবাদ স্কুলের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ,
নড়ারচক ভূমিহীন সমিতির সভাপতি আব্দুল গফফার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলার সভাপতি মোকসেদ আলী, বাস্তহারা ভূমিহীন সমাজ কল্যান সংস্থার সভানেত্রী জাহানারা বেগম, সহ-সভানেত্রী লিজা, সাধারণ সম্পাদক খাদিজা খাতুন, ভূমিহীন নেতা আনসার আলী সরদার, ইসলাম সরদার, মহাসিন আলী পাড়, সামছুদ্দিন সরদার, আশরাফুল ইসলাম পাড়, আব্দুল বারী মোল্লা, মোহাব্বত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল মালেক, ফজলুর রহমান, মুনসুর আলী গাজী, আব্দুর রশিদ, আনসার আলী সরদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আজিজুর রহমান।