কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুনকে মারধরের ঘটনায় স্থানীয় ৪ নং ওয়ার্ড সদস্য রমজান আলীকে তার স্বীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
গত ২৮ জুলাই স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি সদস্য রমজান আলীকে ইউপি আইন ২০০৯ ধারা ৩৪(১) অনুযায়ী স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য ২১/২০২২ এর একটি জি,আর মামলা অফিস চলাকালীন সময়ে তুচ্ছ কারণে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের তৎকালীন সচিব হুমায়ুন কবির ও গ্রাম পুলিশদের মারধরের ঘটনায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছিলেন।