“বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে ৪ আগষ্ঠ জেলা প্রশাসন ও বন বিভাগ, ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষ বিতরন ও বেলুন উড্ডয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রমেশ চন্দ্র সেন, এমপি, মাননীয় সভাপতি, পানি সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ঠাকুরগাঁও, দীপক কুমার রায়, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিতম ছিলেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।