ভোলায় ছাত্রদলের জেলা সভাপতি নূরে আলম হত্যার প্রতিবাদে চকরিয়া পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
বৃহস্পতিবার (৪আগস্ট) দুপুরে আড়াইটার দিকে চকরিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সভাপতি এম. ওমর আলী, পৌরসভা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ফোরকান, উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম. জকরিয়া ও পৌর শাখার সাধারণ সম্পাদক মনোয়ার আলম।
মিছিলটি চকরিয়া শহরের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় যুবদল, ছাত্রদলসহ বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।