জেলা প্রশাসন ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী জেলা প্রশাসক সভা কক্ষে ৫আগষ্ঠ সকালে অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামী লীগ, কৃষক লীগ সহ আঃলীগের অঙ্গ সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান শেখ কামালের প্রতিকৃতিতে পৃথক পৃথক ভাবে গভীর শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন । পুষ্পার্ঘ্য অর্পন শেষে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রমেশ চন্দ্র সেন, এমপি, মাননীয় সভাপতি, পানি সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ দলীয় নেতা কর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।