কক্সবাজারের চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়নে মাতামুহুরী বেড়িবাঁধের উপরে একদল সন্ত্রাসী পথচারীদের কাছ থেকে নগদ ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার ছিন্তাই করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত দেড়টায় ঘটেছে এ ঘটনা।
কোণাখালী ইউনিয়নের সাবেক দুই বারের ইউপি সদস্য আছিয়া বেগম জানান; বুধবার তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য নিয়ে ভাতিজার জন্য পেকুয়া সদর ইউনিয়নের মোরার পাড়ায় মেয়ে দেখতে যায়। ওই দিন তারা বিয়ের ঠিকপর্দ অনুষ্ঠান শেষ করে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে একটি সিএনজি টেক্সী যোগে বাড়ী ফেরার সময় চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়নের সিকদার পাড়া মাতামুহুরী নদীর বেড়িবাঁধের উপর পৌঁছলে কোণাখালীর একই এলাকার আবদুল্লাহ মন্ছুর, নুরুল আজিম ও আবদুল মুবিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের পথ আটকায়। এসময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে সিএনজি বেবি টেক্সী থেকে তাদের নামিয়ে সর্বস্ব কেড়ে নেয়। তাদের কাছ সন্ত্রাসীরা আড়াই ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। সাবেক ইউপি সদস্য আছিয়া বেগম জানান; তারা তাদের ভাতিজার বউ ঠিকপর্দ করতে যাওয়ার কথা আগে জেনে ফেরার পথে ওই স্থানে উৎপেতে ছিল। তিনি এ ব্যাপারে মামলা করবেন বলে জানান।