কক্সবাজারের চকরিয়া উপকূলীয় চিংড়ি জোনস্থ প্রবাহমান মাতামূহুরী নদীতে মাছ ধরতে যাওয়া মোঃ বাদশা মিয়া(৫৫) নামের নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (৬ আগষ্ট) ভোরে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের একটি নদীতে মাছ ধরতে যান তিনি। এ সময় তিনি নিখোঁজ হন। পরে জেলের মরদেহ একইদিন দুপুরে উদ্ধার করা হয়।
সলিলসমাধি হওয়া মোঃ বাদশা মিয়া(৫৫) উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অলিবাপের পাড়া গ্রামের মৃত আশরাফুজ্জামানের ছেলে।
মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেন, পূর্ব বড় ভেওলা ইউপির চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, সলিলসমাধিত জেলে বাদশা মিয়া প্রতিদিনের ন্যায় শনিবার ভোরে ইউনিয়নস্থ মাতামূহুরী নদীর সঙ্গীয় জেলেদের সাথে ১১ একর পয়েন্টে মাছ ধরতে যায়। এসময় নদীতে ফেলা তার জ্বালটি আটকে গেলে, সে জ্বাল ছুটানোর জন্য পানিতে নেমে ডুব দেয়। এরপরে জেলে বাদশা নদীর চলন্ত পানির স্রোতে জালের সাথে পেঁচিয়ে আটকে নিখোঁজ হয়ে যায়। পরে সঙ্গীয়রা বাদশাকে না দেকে এদিক-সেদিক খোঁজাখুঁজি করার পরে তারা স্থানীয় লোকজনের সহযোগিতায় নদীতে খোঁজতে-খোঁজতে দুপুরে জালে পেচাঁনো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। তাঁর মৃত্যূতে কেউ দায়ী নন বলে জানান নিহতের পরিবার।