• সোমবার, ২৯ মে ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
লামা ফাঁসিয়াখালীতে মসজিদের নাম দিয়ে ব্যবসায়ীর পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা দর্শনায় মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার মারছা গাড়ীর ধাক্কায় লাইফ সাপোর্টে কলেজ ছাত্রী রাকিব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত মহেশপুরে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা পেকুয়ায় প্রবাসীর স্ত্রী, ছেলেসহ আহত-২ চকরিয়ায় শিশু হত্যার প্রধান আসামী সুমাকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৫ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা আকষ্মিক পরিদর্শন এবং আর্থিক প্রণোদনা প্রদান করেন পুলিশ সুপার ৬০ বছর বয়সে ফের বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী

অসহায় কৃষকের সবজি ক্ষেত লণ্ডভণ্ড করল বুনোহাতি;থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি / ১০৩ Time View
আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২

কক্সবাজারের চকরিয়ায় ঋণ নিয়ে করা অসহায় কৃষকের সবজি ক্ষেত লণ্ডভণ্ড করল বুনোহাতি।এতে দেড় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এবিষয়ে ভূক্তভোগি কৃষক বাদী হয়ে গত ১আগষ্ট চকরিয়া থানায় জিডি করা করেছেন,যার নং-৪৫/২২ইং।

ভূক্তভোগি কৃষক-মোক্তার আহম্মদ (৪৩) পার্বত্য লামার ফাঁসিয়াখালী ইউপির ৬নং ওয়ার্ডের হায়দারনাশী গ্রামের মৃত ছালেহ আহম্মদের ছেলে।

সরেজমিন গেলে দেখা যায়,ডুলাহাজারা ইউপির রিংভং মৌজার পূর্ব চা-বাগান পূর্বপাশে বর্গাচাষা কৃষক মোক্তার আহম্মদ ১২০শতক খতিয়ানি জমিতে শশা,শিম ও লাউয়ের সবজি ক্ষেত করেছিলেন।যার বিএস খতিয়ান-৮৬,দাগ নং-৭৯৫,৭৯৭,৭৩৩,৮৮৩ ও ৬৬৮।গত ২১জুলাই থেকে ৩০জুলাই পর্যন্ত রাতের আধারে ১০/১৫টি বুনোহাতির দল খাবারের ছুটে লোকালয়ে এসে অসহায় কৃষক মোক্তারের সবজি ক্ষেত হানা দেয়।এতে হাতির শোঁড় আর পায়ের পিষ্টে লণ্ডভণ্ড হয় ক্ষেত।এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ফসলাদির ব্যাপক ক্ষতিসাধন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ভূক্তভোগি অসহায় কৃষক মোক্তারের করা থানার জিডি মতে ১২০শতক খতিয়ানি জমিতে চাষকরা সবজি ক্ষেত নষ্ট করল বুনোহাতি।এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।যে কারণে ব্যাংকের ঋণ শোধ নিয়ে দুশ্চিতায় ভোগছেন।তাছাড়া বিষয়টি রেঞ্জকর্মকর্তাকে জানালে,তিনি আমাকে থানায় জিডি সহ কর্তৃপক্ষের কাছে আবেদনের পরামর্শ দেন।

ডুলাহাজারার প্যানেল চেয়ারম্যান শওকত আলী ও ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল কাশেম ও সম্পাদক মোঃ ইছহাক জানান,দিনমজুর অসহায় কৃষক মোক্তারের ১২০শতক জমির সবজি ক্ষেত লণ্ডভণ্ড করল বুনোহাতি।এতে তার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।এবিষয়ে সংশ্লিষ্ট কৃর্তপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তা শেখ মিজানুর রহমান বলেন, বুনোহাতি লবণাক্ত খাবারের ছুটে মাঝে-মধ্যে লোকালয়ের আসছেন।এরমধ্যে ৮/১০দিন আগে নাকি রাতের আধারে রিংভং মৌজার, চা-বাগান এলাকায় মোক্তার নামের এক কৃষকের সবজি ক্ষেত নষ্ট করেছেন বলে আমাকে অবগত করেছেন।এবিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি