• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৮০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান সিংড়ায় পুর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা গাইবান্ধায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করেন হুইপ গিনি গাইবান্ধার ফুলছড়ি উদাখালী উচ্চ বিদ্যালয়ে দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি রিপন গোবিন্দগঞ্জ বিনামূল্যে পাটবীজ বিতরণ ভোট না দেয়ায় জেলেদের চাল দেয়নি ইউপি সদস্য আমতলী গাজীপুর বন্দর বাজারের স্টলে গোয়ালঘর! পেকুয়ায় ঋনদান সমিতির ৭হাজার সদস্যের মাঝে ইফতার সামগ্রী বিলি চকরিয়ায় জায়গা দখলের চেষ্টায় দুর্বৃত্তের হামলায় রিক্সা চালক ও নারীসহ আহত-৩

পেকুয়ায় খালের চর দখল করে বাড়ি নির্মাণ!

পেকুয়া প্রতিনিধি / ৭০ Time View
আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২

কক্সবাজারের পেকুয়ায় ভোলাখালের ওপর জেগে ওঠা চরে স্থাপনা নির্মানের হিড়িক পড়েছে। সরকারি জায়গায় পাকা,আধাপাকা ও কাঁচা স্থাপনা নির্মানে প্রতিযোগিতা চলছে পেকুয়ায়। যে যার মতো করে বাড়িঘর,মার্কেট, দোকানঘর নির্মান করে জবর দখলের মহোৎসবে মেতেছে। আবার অনেকে দখল করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। রাতারাতি কিংবা দিনদুপুরে প্রকাশ্যে মাটি কেটে ভেটেবাড়ি তৈরী করলেও চশমা পরে না দেখার ভান করছে সংশ্লিষ্ট প্রশাসন।
সম্প্রতি মো. ইলিয়াস নামের এক ব্যক্তি প্রায় ১৬ শতক জমি জবর দখল করে রাতারাতি একটি ঘর নির্মানকাজ সম্পন্ন করেছে। উপজেলা সদর ইউপির মিঠাবেপারি পাড়া এলাকার মৃত,মো.হোসেনের ছেলে মো. ইলিয়াস বকসুচৌকিদার পাড়ায় ভোলাখালের চর দখল করে ঘর নির্মান করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

তথ্য সূত্রে জানা গেছে, পেকুয়া সদর ইউনিয়নে অবস্থিত ভোলা খালের কিছু অংশ দখল করে বাড়ি নির্মাণ করেছে। এতে করে একদিকে নদী দখল হচ্ছে অন্যদিকে বর্ষকালে নদীর পানি চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। যার ফলে আশেপাশের বাড়ি গুলো বন্যায় কবলিত হওয়ার আশংকায় থাকে।

স্থানীয়রা জানান, খাল দখল করে বাড়ি নির্মাণ করার ফলে নদীতে পানি চলাচলে ব্যাঘাত ঘটে। আমরা যারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি তাদের জন্য নদী দখল এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা অতি দ্রুত এটি অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ বলেন, বিষয়টি সম্পর্কে কেউ এখনো অবগত করেনি। খুঁজ নিয়ে দেখে প্রমাণিত হলে জড়িতেদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি