” মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮আগষ্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা এবং দুঃস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবীরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা সহকারী কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, আঃলীগ সাঃসম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পািদকা ফরিদা ইয়াসমিন, পৌর আঃলীগ সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যাপক প্রশান্ত বসাক,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,তথ্য আফিসার হালিমা আক্তার,চেয়ারম্যান আবুল কালাম,প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার সহ বিভিন্ন সরকারী কর্মকতা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা শেষে দূঃস্হ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয় এবং নিবন্ধনকৃত ৮ স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে ৬ সংগঠনকে ২৫ হাজার ও ২ সংগঠনকে ৪০ হাজার করে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয় । অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।