কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র ৯২ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
সোমবার(৮ আগষ্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক শেষে উপজেলার মোহনা মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান সভাপতিত্বে, সহকারী কমিশনার(ভুমি) রাহাত-উজ-জামান খানের সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম(এম.এ)।বিশেষ অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ)মকছুদুল হক ছুট্রো,মহিলা-জেসমিন হক,উপজেলা আ’লীগের সহ-সভাপতি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের। কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠানে দুস্ত কয়েক জন মহিলাদের কাছে সেলাই মেশিনও বিতরণ করা হয়েছে।