কক্সবাজারের পেকুয়ায় পুলিশের অভিযানে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবুল কালাম (৪২)। তিনি পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কাদিরপাড়ার মৃত নজির আহমদের পুত্র। ৮ আগষ্ট (সোমবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্থানীয়রা জানান, চলতি বছরের ৭ জুলাই টইটংয়ের নাপিতখালীতে মারপিট সংঘটিত হয়েছে। ঘটনায় নাপিতখালী সিকদারপাড়ার মৃত জাফর আহমদ সিকদারের পুত্র মো: সেলিম উল্লাহ (৫৮) কে কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনায় ১২ জুলাই পেকুয়া থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। যার মামলা নং ৫/২২। জখমী মো: সেলিম উল্লাহর স্ত্রী বুলবুল আক্তার পাখি বাদী হয়ে ওই মামলাটি রেকর্ড করেছে। মামলায় মৃত নজির আহমদের পুত্র আবুল কালামকে প্রধান আসামী করা হয়। এ ছাড়াও ৬ জনকে এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে ওই মামলায় আসামী করা হয়েছে। ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এস,আই শেখ ফরিদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স বুলবুল আক্তারের দায়েরকৃত মামলার প্রধান আসামী আবুল কালামকে নাপিতখালীর কাদিরিয়াপাড়া থেকে গ্রেপ্তার করেছেন বলে পুলিশ নিশ্চিত করেছেন।