কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মমতাজ বেগম নামের এক মুদি দোকানীর উপর হামলা ও ভাংচুরের অভিযোগ উটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের হরিনাফাড়ি এলাকায়। এঘটনায় প্রতিপক্ষের হামলায় মমতাজ বেগমসহ তার দুই পুত্র আহত হয়েছেন। মমতাজ বেগম হরিনাফাড়ি এলাকার এয়াকুব নবীর স্ত্রী। আহত মমতাজ বেগম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার পাশ্ববর্তি দোকানের সওদাগর ফারুক, তারেক ও তার মা সামসুন নাহারসহ দলবল মিলে আমার দোকানে ঢুকে আমার উপর হামলা চালায় হামলায় আমি গুরুতর আহত হলে আমার দুই ছেলে আমাকে বাচাঁতে আসলে তাদের উপরও হামলা চালায় তারা। এসময় তাদের হামলায় আমিও আমার দুই ছেলে আহত হই। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত মমতাজ বেগমের স্বামী এয়াকুব নবী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার পরিবারের উপর হামলা চালানো হয়েছে এবং আমার দোকানে ভাংচুর করা হয়েছে। আমি এঘটনার সুষ্টু তদন্ত মুলক ব্যবস্থা চাই। তিনি এঘটনায় তিনি পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান। এ বিষয়ে পেকয়া থানার ওসি ফরহাদ আলী জানান, অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।