আনোয়ারা উপজেলা ইসলামী ছাত্রসেনা বৈরাগ ইউনিয়ন শাখার উদ্যোগে মাদক বিরোধী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ আগস্ট) সকাল ৯টায় বৈরাগ ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সভায় ইসলামী ছাত্রসেনা বৈরাগ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির খানের সঞ্চালনায় ও সভাপতি আবু সালেক সানিমের সভাপতিত্বে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুবসেনা আনোয়ারা পশ্চিম পরিষদের সভাপতি যুবনেতা মুহাম্মদ মনিরুল ইসলাম।উক্ত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নত ওয়াল জামাত বৈরাগ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আমির আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাত বৈরাগ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম আল কাদেরী,ইসলামী ছাত্রসেনা পশ্চিম পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুস সালাম।প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা আনোয়ারা পশ্চিম পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবু সালাম, বিশেষ বক্তা ইসলামী ছাত্রসেনা আনোয়ারা পশ্চিম পরিষদের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ছোটন। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিল অধিবেশনে মোঃ মনির খান সবুজকে সভাপতি,মোঃ রিয়াদুল হককে সাধারণ সম্পাদক এবং মোঃ ইরফানুল হক টিটুকে সাংগঠনিক সম্পাদক করে ইসলামী ছাত্রসেনা বৈরাগ ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়।