ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনব্য৷পি দোশিয়া ভাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষিকা মনসুরা বেগমের সভাপতিত্বে মান-সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনে রানীশংকৈল উপজেলার সহোদর ক্লাষ্টারের সকল প্রধান শিক্ষকগনের শ্রেণিকক্ষে পাঠ পর্যবেক্ষণ পৃর্বক মতবিনিময় ও রিটার্নস সভা অনুষ্ঠিত হয়৷
সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন,বিশেষ অতিথী ও বাস্তবায়নকারি হিসেবে বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার ঘনেশ্যাম,সীমান্ত বসাক,জাহিদ হোসেন এছাড়াও আলোচনায় অংশ নেন,প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন,মনসুরা বেগম,দিলারা বেগম,কুশমত আলী, কামরুজ্জামান, জয়নাল আবেদীন, আ:মান্নান,মাসুদা, হামিদুর রহমান, শান্তিবালা,
সখিনা আক্তার,ইকবাল হোসেন, আনজুমান আরা,রুহুল আমিন, তাহেরা বেগম,রেহেনা ও নিলুফা ইয়াসিন,কুলসুমা, ফেরদৌসি বেগম ও মহেষ চন্দ্র রায়৷ আলোচনা সভা পরিচালনা করেন প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন৷