কক্সবাজারের পেকুয়ায় একদল দুর্বৃত্ত টমটম গাড়ির ভেতরে কোপালো রেজাউল করিম নামের এক জেলেকে। শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মৌলভীবাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়ার মৃত.হোছাইন আহমদের ছেলে।
স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করা হয়।
প্রত্যক্ষদর্শী টমটম চালক মাহাবুল আলম জানায়, আমার টমটম গাড়িতে ওঠে রেজাউল করিম বারবাকিয়া ইউনিয়ন পরিষদ থেকে জেলে ভাতার চাল নিয়ে বাড়িতে ফিরছিলেন। মৌলভী বাজার আসামাত্র আন্নর আলী মাতবর পাড়ার মো.ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে কোপাতে থাকে।
মোকতার আহমদ নামের এক জেলে মাঝি জানায়, টাকার জন্য তিনি মোবাইল করে রেজাউলকে মৌলভী বাজারে আসতে বলেন। বাজারে আসামাত্র গতিরোধ করে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।
স্থানীয়রা জানায়, সকালে আহতের মামা হাজি মোকতার আহমদের জায়গা জবর দখলের চেষ্টা চালায় ইসলামের নেতৃত্বে বহিরাগত লোকজন। এ সময় রেজাউল করিম বাধা দেয়। এতে ক্ষিপ্ত হন ইসলাম। তাকে দেখে নেয়ার হুমকিও দেয়। এর জেরে রেজাউলকে কুপিয়ে গুরুতর আহত করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী জানায়, জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।