• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আদালতের দ্বারস্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে : কাদের খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় জনপ্রত্যাশা পূরণে ঘাটতি : টিআইবি ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ “প্রশিক্ষণ কেন্দ্র তালা বদ্ধ করে বিক্ষোভ” সভাপতি সেকাব উদ্দিন, সেক্রেটারী ফোরকান: মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রেমের ফাঁদে ফেলে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই রুবির পেশা সিংড়ার আয়েশ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে : শেখ হাসিনা

পেকুয়ায় পাওনা টাকা চাওয়ায় মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি / ১১২ Time View
আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে কিশোর গ্যাং। উঠতি বয়সের বেকার ছেলে,শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থী এ গ্যাংয়ে জড়িয়ে পড়ছে। বাদ যায়নি পড়ুয়া শিক্ষার্থীও। দিন দিন কিশোর গ্যাং নামে এ যুবকরা মানুষের কাছে এখন বিষফোঁড়া। অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে কিশোর গ্যাং নামে এ ভয়ংকর সিন্ডিকেট। তাদের হাতে প্রতিদিন কোন না কোন এলাকায় অপরাধ কর্মকান্ড সংঘটিত হচ্ছে। চুরি চামারি, দখল বেদখল, মাদক ব্যবসা,ইভটিজিং, ভাড়াটে কর্মকান্ডে এখন তাদের কদর বেড়ে গেছে। দেশীয় ও আগ্নেয়াস্ত্র এখন তাদের হাতে শোভা পাচ্ছে। সঠিক সময়ে এদের নাগাল টানতে না পারলে পরিস্থিতি আরো ভয়ংকর হয়ে উঠবে বলে জানান সুশীল সমাজের ব্যক্তিরা। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এদের বেড়ে ওঠা। এদের শেল্টারদাতা রাজনৈতিক গুটি কয়েক নেতা। বড় ভাই হিসেবে পরিচিত তারা। উপজেলার উজানটিয়া ইউনিয়নের কয়েকজন কিশোর গ্যাং লিডারের মধ্যে তারাউল ইসলাম আইমন অন্যতম। তার হামলায় গুরুতর আহত হয়েছেন মাদ্রাসার ছাত্র মামুনুর রশিদ। দোকানের পাওনা টাকা চাইতে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
শুক্রবার(১০ আগস্ট )রাত ৯টার সময় মালেক পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন,মামুন দোকানের বকেয়া টাকা পরিশোধ করতে বলে তারাউল ইসলাম আইমনকে। এ সময় দু’জনের মধ্যে ভৎসা হয়। এক পর্যায়ে আইমনের নেতৃত্বে আরো কয়েকজন উশৃঙ্খল যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মাদরাসা ছাত্র মামুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা সটকে পড়ে। আহত মামুনকে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইমনের নেতৃত্বে উজানটিয়া মালেক পাড়া এলাকায় বিপদগামী কিছু উঠতি বয়সী ছেলেদের সমন্বয়ে একটি কিশোর গ্যাং গড়ে ওঠে। তার নেতৃত্ব চুরি-চামারি, উপকূলীয় এলাকায় ইয়াবা ব্যবসাসহ বড় ধরণের অপরাধ সংঘঠিত হচ্ছে প্রতিনিয়ত ।
খোঁজ নিয়ে আরো জানা যায়, কিশোর গ্যাং লিডার তারাউল ইসলাম আইমন একজন পেশাদার কিশোর গ্যাং লিডার। ইতিপুর্বে সি এম পির হালিশহর থানা হতে বিগত ১৫/৮/২০২১ ইং তারিখে প্রেরিত BCR(Bad character Roll) মূলে পেকুয়া থানা হইতে রিপোর্ট তলব করা হয়। চাহিত মতে পেকুয়া থানা বিগত ১৫/৩/২২ ইং তারিখে স্বারক নং-৯৪৪ মূলে তদন্ত পূর্বক তারাউল ইসলাম আইমন একজন খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক মর্মে রিপোর্ট প্রদান করেন মর্মে নির্ভরযোগ্য সুত্রে জানা যায়। চট্টগ্রাম শহরে মাঝে মাঝে অবস্থান করে বিভিন্ন চুরি ছিনতাইয়ের সাথেও জড়িত কিশোর গ্যাং লিডার তারাউল।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক(ওসি)মোহাম্মদ ফরহাদ আলী জানায়, পুলিশ গিয়েছিল ঘটনাস্থলে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি