• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৮০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান সিংড়ায় পুর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা গাইবান্ধায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করেন হুইপ গিনি গাইবান্ধার ফুলছড়ি উদাখালী উচ্চ বিদ্যালয়ে দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি রিপন গোবিন্দগঞ্জ বিনামূল্যে পাটবীজ বিতরণ ভোট না দেয়ায় জেলেদের চাল দেয়নি ইউপি সদস্য আমতলী গাজীপুর বন্দর বাজারের স্টলে গোয়ালঘর! পেকুয়ায় ঋনদান সমিতির ৭হাজার সদস্যের মাঝে ইফতার সামগ্রী বিলি চকরিয়ায় জায়গা দখলের চেষ্টায় দুর্বৃত্তের হামলায় রিক্সা চালক ও নারীসহ আহত-৩

ডুলাহাজারা ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ / ১১৬ Time View
আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটি গঠন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ আগষ্ট) সকাল ১১টার সময় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভার প্রথম বৈঠক সম্পন্ন হয়। সভাটি ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর এর সভাপতিত্বে,ইউপি সচিব মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায়,কমিটির দায়িত্বশীলদের মধ্য বক্তব্যে রাখেন,ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী,মেমোরিয়াল খ্রীষ্টান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুন্দ্রো বিকাশ দে,ডুলাহাজারা আরবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নাছির উদ্দিন,ডুলাহাজারার প্যানেল চেয়ারম্যান শওকত আলী। সভায় সমাপতি বক্তব্যে চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন-মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা’র উদ্যোগে”ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটি গঠন ও সভা নির্দেশনা বাস্তবায়ন করণে আজকে আমরা এই হাউজে সমবেত হয়েছি।এই কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো,মুসলিম,হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান সহ অন্যান্য সম্প্রদায়ের সাথে ভ্রাতৃত্ব বন্ধন,সহনশীল,সহমর্মিতা বজায় রেখে সমাজ ও দেশে একত্রিত হয়ে বসবাস করা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া।তাই আমরা জাতি ধর্ম,বর্ণ,নির্বিশেষ সকলেই কাঁদে-কাঁদ মিলিয়ে ভেদাভেদ ভুলে,নিজ-নিজ ধর্ম পালনের মাধ্যমে জীবন-যাপনে অভ্যস্ত হই।কারণ হিংসা,বিদ্বেষ,ক্ষমতায়ন অহংকার পরিত্যাগ করলে,গড়ে উঠবে অসম্প্রাদায়িক সমাজ,দেশ।তাই আমরা আমাদের প্রতিটি কাজের আগে সর্তক হই,সংযত আচারণে কথা বলি।মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান বলে থাকি।বিধায় আমরা অনাহুতভাবে স্বার্থের জন্য যে কাউকে ঘায়েল থেকে বিরত থাকি,ধৈর্য্য ধরে নিজেদের মধ্য সমাধানের পথ খুঁজি।এভাবে চলাটাকেই বলে সামাজিত সম্প্রীতির বজায় রাখার উপায়।আজ থেকে আমাদের কাজ হবে সমাজের খুঁটিনাটি বিষয় সহ ধর্ম নিয়ে সোশাল মিডিয়া যাতে কোন কিছু ভাইরাল করে গুজব ছড়ানো থেকে বিরত রাখান পথ বের দেওয়া ও তড়িৎ সমাধানের ব্যবস্হা করা। গত শনিবার সন্ধ্যায় ডুলাহাজারার ৯নং ওয়ার্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে তর্কাতর্কি,হাতাহাতির ঘটনা ঘটেছে।যেটি পর্যবেক্ষকনে চেয়ারম্যান ও থানার ওসি ঘটনা গিয়েছিলেন।এই বিভেদটি আজ সামাজিক সম্প্রীতি সভা শেষে সমাধান দেওয়া হয়েছে।সর্বশেষে ইউনিয়নের ১৮৯জন জেলেদেরকে ৩০কেজি করে সরকারী চাল শুরু করা হয়েছে। সভায়-ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটি’র সকল দায়িত্বশীল,সদস্য ও সাংবাদিকগণ উপস্হিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি