কক্সবাজারের চকরিয়ায় কাপড় আইরন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির আহমদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে
সোমবার(১৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টার সময় কাকারা ইউেনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নাসির আহমদ(৪৫) উপজেলার কাকারা ইউপির ৫নং ওয়ার্ডের সিকদার পাড়ার কালু আহমদ এর ছেলে।
মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেন কাকার ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন।
নিহতের এক আত্মীয় তৌহিদুল ইসলাম জানান, নাসির সকালে নিজ ঘরের ভিতরে একটি কক্ষে কাপড় আইরন করার সময় প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যায়।