জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে নানান আয়োজনের মধ্য দিয়ে পূর্ব বড় ভেওলা বুড়ির পাড়া আছছফা আদর্শ শিক্ষা নিকেতনে ১৭ আগস্ট সকাল ১০টায় অনুষ্টিত হয়েছে। পূর্ব বড় ভেওলা ইউনিয়ন যুবলীগের উদ্যেগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজ ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ মাতামুহুরি সাংগঠনিক থানার সাধারন সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- মাতামুহুরি সাংগঠনিক থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক আশরাফ হোছাইন মেম্বার। এতে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৭টি হাফেজখানার প্রায় সাড়ে ৫শত জন ছাত্র ও ১২শত জনসাধারণের জন্য গণভোজের আয়োজন করা হয়।