• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৮০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান সিংড়ায় পুর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা গাইবান্ধায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করেন হুইপ গিনি গাইবান্ধার ফুলছড়ি উদাখালী উচ্চ বিদ্যালয়ে দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি রিপন গোবিন্দগঞ্জ বিনামূল্যে পাটবীজ বিতরণ ভোট না দেয়ায় জেলেদের চাল দেয়নি ইউপি সদস্য আমতলী গাজীপুর বন্দর বাজারের স্টলে গোয়ালঘর! পেকুয়ায় ঋনদান সমিতির ৭হাজার সদস্যের মাঝে ইফতার সামগ্রী বিলি চকরিয়ায় জায়গা দখলের চেষ্টায় দুর্বৃত্তের হামলায় রিক্সা চালক ও নারীসহ আহত-৩

পুকুরে মাছের পোনা অবমুক্ত ও থানা কম্পাউন্ডে গাছের চারা রোপন করলেন পুলিশ সুপার

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া / ৮৪ Time View
আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

চকরিয়া থানার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) ও সদ্য প্রদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামান পিপিএম । বুধবার (১৭ আগষ্ট) দুপুরে চকরিয়া থানার পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করেন। পরে থানা প্রাঙ্গণে দুটি চাম্পা ফুল গাছের চারাও রোপন করেন তিনি।

এ সময় পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান পিপিএম বলেন, এ বছর মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে একটি জায়গাও যেন খালি না থাকে সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। লাভজনক মাছ চাষে সবাইকে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে হবে। যেখানে কৃষিকাজ করা সম্ভব সেখানে কৃষি কাজ করে ফলন বাড়াতে হবে। পতিত জমিতে শাকসবজির চাষ করে সবজি উৎপাদন বাড়াতে হবে। খালি জলাশয়ে ও পুকুরে মাছ চাষ করে মৎস সম্পদ বাড়িয়ে মৎস্য চাহিদা পুরনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, দেশের জলাশয় গুলো এক সময় বিভিন্ন প্রজাতির মাছে ভরপুর ছিল। এখন জলাশয় শুকিয়ে কিম্বা সেচ দিয়ে একেবারে সব মাছ ধরা হয়। তারপরেও দেশে মৎস সম্পদে পরিপূর্র্ণতা লাভ করেছে। প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে একটি জায়গাও যেন অনাবাদি না থাকে সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে।

এ সময় সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার, থানার অপারেশন অফিসার(এসআই) রাজিব চন্দ্র সরকার ও সাংবাদিকসহ থানার বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ক্যাটাগরি